" />
AmaderBarisal.com Logo

দূর্গাপূজার সময়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল মহানগর


আমাদেরবরিশাল.কম

২১ September ২০২৫ Sunday ৪:৫৯:০৫ PM

নগর প্রতিনিধি:

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সকল পূজামন্ডপ সিসি ক্যামের দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ, স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিএমপি হেডকোয়ার্টার্স হলরুমে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে এই মতবিনিময় সভায় পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
পুলিশ কমিশনার আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সময় বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।