![]() পিরোজপুরের ১৮৫টি স্কুলই ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ভবনে শিশুদের মেধা বিকাশ নিয়ে শঙ্কা
২২ September ২০২৫ Monday ৬:১১:৩০ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরে ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৫টিই ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। জানা যায়, ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই চলছে পিরোজপুর সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। জেলার ৭টি উপজেলার ৯৮৯টি বিদ্যালয়ের মধ্যে ১৮৫টি বিদ্যালয়ই ঝুঁকিপূর্ণ। তাই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
করিমুন্নেছা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাইয়ান আহমেদের অভিভাবক বলেন, ‘শহরের প্রাণকেন্দ্রে একটি মডেল প্রাথমিক বিদ্যালয়। যেটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শ্রেণিকক্ষের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়। কারণ কখন কি ঘটে যায়। এর আগেও ক্লাস চলাকালীন অবস্থায় একবার শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্টারা খসে পড়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা অধিদফতরে করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর মাধ্যমে আশাকরি এ বিদ্যালয়গুলো মেরামত অথবা নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে। ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে শিক্ষার্থীদের লেখাপড়ায় কিছুটা প্রভাব পড়ছে বলে স্বীকার করেন তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||