![]() বরিশালে পিতা-পুত্রের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় নিঃস্ব দুই শতাধিক গ্রাহক থানায় অভিযোগ
২২ September ২০২৫ Monday ১০:৩২:৪৮ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের একজন এজেন্ট ব্যাংকের টাকা আত্নসাতের রেশ কাটতে না কাটতে তালতলি ডাচ বাংলা এজেন্ট ব্যাংক মালিকের বিরুদ্ধে টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে।টাকা আত্নসাতের প্রতিবাদে আজ ২১ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এজেন্ট ব্যবসায়ীর সামনে স্থানীয় গ্রাহক বাড়ি ঘেরাও করে ঘরে তালা দিয়ে এজেন্ট ব্যাংকি মালিককে অবরুদ্ধ করে রাখে। রাতে জাতীয় জরুরি ৯৯৯ নাম্বারে ফোন করে উদ্ধার হন এই এজেন্ট ব্যবসায়ী কবির ভূইয়া।তালতলি ডাচ বাংলা এজেন্ট ব্যাংক ব্যবসায়ী কাগাশুরা ডাচ বাংলা ব্যাংক ব্যবসায়ী নাঈমের পিতা কবির ভূইয়ার।তারা পিতা পুত্রের যোগসাজশে এলাকার দুই শতাধিক গ্রাহকের দুই কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ভুক্তভোগী গ্রাহকরা এখন তাদের আমানত ফেরতের দাবিতে কবির ভূইয়ার বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করে বিভিন্ন শ্লোগান দেয়। গ্রাহক অভিযোগ করে বলে আমরা ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা রাখার জন্য দিয়ে কবির ভূইয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে তাদের মাল্টপারপাস সমিতিতে জমা করে এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না।গ্রাহকের এলাকায় নাইম নিজে মাল্টিপারপাস খুলে ব্যবসা করার অভিযোগ আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাগাশুরা বাজার ও তালতলি বাজারে কবির ভূইয়া ও তার ছেলে নাইম ভূইয়া দীর্ঘদিনের পরিচিত ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করে ব্যাংক লেনদেনের কাজ করে আসছিলেন। গ্রামের সহজ—সরল মানুষ তার মাধ্যমে টাকা জমা রাখতেন, ডিপিএস করতেন,গ্রাহকের বিদ্যুৎ বিল দিতেন এবং বিভিন্ন আর্থিক লেনদেন সম্পন্ন করতেন। অভিযোগ উঠেছে, কয়েকমাস পুর্বে গ্রাহক টাকা উত্তোলন করতে আসলে বাধে বিপত্তি টাকা না দিয়ে আত্নগোপনে চলে যায় নাইম।তারপর স্থানীয় ও ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তাদের মধ্যোস্থতায় দুই মাসের সময় নেয় টাকা ফেরত দেওয়ার।কিন্তু দুই মাস অতিবাহিত হলে তাদের টাকা এখন পর্যন্ত ফেরত দিতে ব্যর্থ হন।এরপর তালতলি বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহকরা তাদের প্রতারনা বুঝতে পারলে টাকা তুলতে আসলে আবার বাধে একই বিপত্তি তালতলি ব্রাঞ্চের গ্রাহকের টাকা ব্যাংকে জমা না দিয়ে কবির ভূইয়া তার ছেলের মাল্টিপারপাস কোম্পানিতে জমা রাখে।গ্রাহকের টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে ঘুরাইতে থাকে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, এজেন্ট ব্যবসায়ী কবির ব্যাংকে টাকা জমা না দিয়ে তাদের মাল্টিপারপাস সমিতিতে জমা রেখেছে এবং আমাদের মাল্টিপারপাস সমিতির একটা বই ধরিয়ে দিয়েছে।অনেক গ্রাহক তাদের কষ্টার্জিত সঞ্চয়ের পুরোটাই হারিয়েছেন। এদের মধ্যে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রবাসী কর্মীরাও রয়েছেন, যাদের কাছে এই টাকা ছিল ভবিষ্যৎ জীবনের একমাত্র ভরসা। ভুক্তভোগী একজন গ্রাহক জানান, “আমি তার কাছে ১লাখ ৭৫ হাজার টাকা জমা রেখেছি এখন সে আমাদের টাকা দিয়ে প্রতিদিন ঘুরাচ্ছে তাই আমরা সবাই তার বাসায় এসেছি আমাদের টাকার জন্য। আরেকজন গ্রাহক অভিযোগ করে আমি চার লাখ টাকা ব্যাংকে জমার জন্য দিয়েছি টাকা জমা না দিয়ে সেই টাকা তারা তাদের মাল্টিপারপাস সমিতিতে জমা করেছে।আমাকে টাকা না দিয়ে চার লাখ টাকার একটা চেক ধরিয়ে দিয়েছে।তাদের একাউন্টে টাকা না থাকায় আমি টাকা তুলতে পারি নাই।আমি অনেক দিন ধরে টাকার জন্য ঘুরতেছি টাকা না আজ সবার সাথে তার বাড়িতে এসেছি। আরেক ভুক্তভোগী বলেন, “আমার দুই লাখ টাকা জমা রেখেছিলাম। এখন সব শেষ। আমরা কোথায় যাব, কার কাছে বিচার চাইব?তারা টাকা নিয়ে বিলাস বহুল বাড়ি করে বসবাস করতেছে।রাত ১১.৩০মিনিট এর সময় ভূক্তভুগি গ্রাহকরা বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেন। উক্ত বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কবির ভূইয়া বলেন তাদের টাকা অল্প সময়ের ভিতর ফেরত দিয়ে দিব আমি বাড়ি বিক্রি করে তাদের টাকা ফেরত দিয়ে দিব। উক্ত বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের র্কমকর্তাদের সাথে ভূক্তভুগি গ্রাহক যোগাযোগ করলে তারা বলেন ব্যাংকে তাদের কোন টাকা নেই। এই নিয়ে হতাশা সৃষ্টি হলে সাধারন গ্রাহক এজেন্ট ব্যবসায়ীর বাসা অবরুদ্ধ করে রাখে এবং তাদের জমকৃত টাকা ফেরত চায়। উক্ত বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এবং ব্যাংক এজেন্ট ব্যবস্থার স্বচ্ছতা ও তদারকির প্রয়োজনীয়তা সামনে এনেছে। এ বিষয় ডাচবাংলা ব্যাংকের সদর উপজেলা ইনচার্জ সাইফুল ইসলাম বলেন আমরা তাদের দায় নেবো না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||