![]() বানারীপাড়ার বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
২৩ September ২০২৫ Tuesday ১২:৪১:০৮ PM
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউপির হ্যাটট্রিক বিজয়ী সাবেক চেয়ারম্যান ও চলচ্চিত্র ব্যবসায়ী মাইনুল হাসান মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়ি ও স্থানীয় জামে মসজিদে সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর তার রুহের মাগফেরাত কামনায় দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়। তিনি বাইশারী ইউপির তিন মেয়াদে অতিরিক্ত সময়সহ একটানা ১৯ বছর চেয়ারম্যান, একাধিক বার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালণ করেন। তিনি তার প্রথম মেয়াদে বাইশারী ইউনিয়নকে শতভাগ সেনিটেশনের আওতায় আনায় সম্মাননা অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি ,দুই বার বরিশাল জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, আব্দুল আলীম সম্মাননা অ্যাওয়ার্ড, পিস অ্যাওয়ার্ড ও দুদক সম্মাননাসহ বিভিন্ন পদক লাভ করেন। প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর গভীর রাতে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বনশ্রীর বাসায় ইন্তেকাল করেন। বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||