![]() বরিশালে আতঙ্কের নাম শয়তানের নিশ্বাস চক্র
২৩ September ২০২৫ Tuesday ১২:৫০:২৬ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() ফজরের নামাজের পর প্রতিদিনের অভ্যাস মতো হাঁটতে বের হন গৃহিণী তাহমিনা ডেইজি। হাঁটা শেষে বাসায় ফিরতে যখন রওনা দিলেন তখনই বাধল বিপত্তি! তাকে লক্ষ্য করে ওৎ পেতে ছিল শয়তানের নিশ্বাস চক্রের তিন সদস্য। কয়েক মিনিটের মধ্যে তার দিকে হাওয়ায় ছিটানো হয় এই শয়তানের নিশ্বাস। অর্ধচেতন তাহমিনার স্বর্ণের চেইন, বালা, খুচরো কিছু টাকা তখনই নিয়ে নেয় প্রতারক তিনজন। এরপর সুকৌশলে তাহমিনাকে দিয়েই তার বাসায় থাকা ১৬ ভরি স্বর্ণ ও ৪৬ হাজার টাকা বাগিয়ে নেয় চক্রটি। শুধু তাহমিনাই নন, তার মতো রয়েছে আরও ভুক্তভোগী। নগরীতে ঘটা এসব ঘটনার ভুক্তভোগীরা মিলে নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার নগরীর প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনটির। এতে ভুক্তভোগীর ছেলে ডা. মো. তানভীর আহমেদ জানান, বরিশালে বর্তমানে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আমার বোনের বিয়ের জন্য তিন পুরুষের জমানো ১৬ ভরি গয়না ও অর্থ হারিয়েছি। সেদিন আমাদের মায়ের সঙ্গে আরও খারাপ কিছু ঘটতে পারত। মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বোনের বিয়ে উপলক্ষ্যে যে আনন্দ ছিল, তা নিমিষেই শেষ। সংবাদ সম্মেলনে উপস্থিত আরও এক ভুক্তভোগী জানান, আমার খুব ভাগ্য ভালো যে, আমি বেঁচে আছি! বরিশালে আবারও কর্মকাণ্ড শুরু করেছে এই চক্রটি। মাত্র তিনজন লোক ঘুরেফিরে এই প্রতারণা চালাচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, নগরবাসীকে সতর্ক করতে সোমবার থেকে মাইকিং শুরু হবে। তিনি আরও বলেন, যে কোনো ভুক্তভোগী অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নেবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||