" />
AmaderBarisal.com Logo

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ঝালকাঠির কাঠালিয়ায় পুবালী ব্যাংকের বৃক্ষ রোপণ 


আমাদেরবরিশাল.কম

২৫ September ২০২৫ Thursday ২:১২:৪৬ PM

ঝালকাঠি প্রতিনিধ :

Screenshot


ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি  কমাতে পুবালী ব্যাংক  পিএলপি কাঠালিয়া   শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। 
উপজেলার  জোরপোল আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এবং সরকারি-বেসরকারি দপ্তরের সামনের চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধ গাছের ১০০০ চারা রোপন করা হয়েছে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং পুবালী ব্যাংক কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত গাছের চারা গুলোর পরিচর্চা  করার আহ্বান জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।