রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
আমাদেরবরিশাল.কম
২৬ September ২০২৫ Friday ১২:২৭:০৩ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাজাপুর উপজেলার পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুবসমাজ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ স্পোটিং ক্লাব ও পুটিয়াখালী মিরেরহাট স্পোটিং ক্লাব। প্রতিযোগিতায় কাঠালিয়া-রাজাপুর উপজেলার ১৬টি দল অংশ নিচ্ছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। এ সময় উপস্থিত ছিলেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। এ খেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে। স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।