" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফা বিতরণ ও ধানের শীষে ভোট চাইলেন বিএনপি’র নেতারা


আমাদেরবরিশাল.কম

২৬ September ২০২৫ Friday ১২:৩৭:৪২ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শিষে ভোট চাইলেন বিএনপি’র নেতারা।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকত প্রধান অতিথি হিসেবে এতে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা বিএনপি’র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একাধিক পথ সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি -১ (কাঠালিয়া রাজাপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আমিন খোকন, বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার, মোঃ রেজাউল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন, আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খোকন সরদার, আমুয়া শহীদ রাজার ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মামুন পোদ্দারসহ অনেকে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।