ভাষানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন
আমাদেরবরিশাল.কম
২৬ September ২০২৫ Friday ৭:৪৭:২৬ PM
সংবাদ বিজ্ঞপ্তি:
Screenshot
ভাষানচার কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা আজ ২৬শে সেপ্টেম্বর ২৫ইং শুক্রবার সন্ধা ৬.০০ ঘটিকায় ঢাকায় জোনাকি কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি এম, আব্দুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারন সভায় কার্যবিবরনী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূল কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ সমাজের প্রায় ৫০০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভাষানচর কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । সাধারন সভায় আগামী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এম আবদুর রশীদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়রসহ সভাপতি ও আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয় এবং সমিতির উন্নয়নমূলক কর্মকান্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা উপস্থাপন, সমিতির উত্তরোত্তর অগ্রগতি ও দেশ-সমাজের মঙ্গল কামনা করা হয় । সভাপতি উপস্থিত সদস্যদের নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সাভার সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।