![]() বাউফলে জেলেদের বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যু
২৬ September ২০২৫ Friday ১০:২২:১৮ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও চরঘুনাথদ্দী চরে স্থানীয় জেলেদের বিষ প্রয়োগে অন্তত ৯টি মহিষ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও অন্তত ৬টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আ. রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি ও মো. মাসুদের ৩টি মহিষ রয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, প্রায় দেড় মাস ধরে ৮০টি মহিষ নিয়ে তারা বাউফলের চরাঞ্চলে চরে চরে ঘাস খাওয়াচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ঘাস খাওয়ানোর পর মহিষগুলো ফিরিয়ে আনার সময় হঠাৎ একে একে ১৫টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৯টি মারা যায় এবং ৬টি এখনও অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। স্থানীয় হান্নান হাওলাদার বলেন, “চরের ভেতরে কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে জাল দিয়ে মাছ ধরছে। তারা বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় ঘাসে বিষ লেগে যায়। মহিষগুলো সেই ঘাস খেয়ে মারা গেছে। আমরা এ ধরনের জেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||