" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত


আমাদেরবরিশাল.কম

২৬ September ২০২৫ Friday ১০:৪০:৫৫ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওমুসলিম নিজামুদ্দিন পলাশ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার উমেশ চন্দ্র দেবনাথের ছেলে।
বাকেরগঞ্জ থানা ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল আরোহী নওমুসলিম নিজামুদ্দিন পলাশ কুয়াকাটা থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বরিশাল ফিরছিলেন। এসময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিজামুদ্দিন পলাশ নিহত হয়। শ্যামলী পরিবহন এর গাড়ী আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।