![]() বানারীপাড়ায় বিএনপি কর্মীর হামলায় কৃষক দল নেতা নিহত
২৭ September ২০২৫ Saturday ১০:৪৬:২১ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামে বিএনপি কর্মীর হামলায় সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামীর মারধরে আহত হন আবদুল লতিফ। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেছেন, হামলাকারী দেলায়ার ঘরামী আগে আওয়ামী লীগ কর্মী ছিলেন এবং বর্তমানে জামায়াতে যোগ দিয়েছেন। তিনি জানান, আসরের নামাজ পড়ে কৃষক দল নেতা আবদুল লতিফ করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে দেলোয়ার ঘরামীর সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আবদুল লতিফের কানে চড় দেয়। এতে তিনি নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিন ও মনির হুজুরসহ ৭-৮ জন এসে আবদুল লতিফকে লাথি কিল ঘুষি দেয়। তার অন্ডকোষেও লাথি দেওয়া হয়। বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানান,রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন বলেও জানান তিনি। এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে এদিন (শনিবার) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা এ হত্যাকান্ডে জড়িতদের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আখ্যা দিয়ে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||