" />
AmaderBarisal.com Logo

বাউফলে যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানের বারান্দা


আমাদেরবরিশাল.কম

৩০ September ২০২৫ Tuesday ৬:১১:৫৩ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকান ঘরের বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মমিনপুর বাজারের গিয়ে এই দৃশ্য দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি মেম্বার মো. কাওছার দীর্ঘদিন থেকে যাত্রী ছাউনিটি জনসাধারণের জন্য ব্যবহার অনুপযোগী করে রেখেছিলেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে যাত্রীছাউনির ভেতরের বেঞ্চ খুলে উল্টো দিকে ঘুরিয়ে কেবল নিজ দোকানের ক্রেতা সাধারণের জন্য ব্যবহারের উপযোগী করে নেয়। ছাউনির টিনের চালা খুলে নিয়ে লাগিয়েছেন ব্যক্তিগত কাজে।

জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণ করা হয়েছিল যাত্রীছাউনিটি। স্থানীয়দের অভিযোগ বর্তমানে ছাউনিটি সম্পূর্ণভাবে কাওছার দখলে নিয়েছে। এতে সাধারণ মানুষজন হচ্ছেন সুবিধাবঞ্চিত।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওছার মেম্বার বলেন, ‘যাত্রীছাউনিটি আমার ব্যক্তিগত মালিকানাধীন জায়গায়। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে আমি ওই জায়গাতেই ছাউনিটি ঘুরিয়ে দিয়েছি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান গাজী বলেন, ‘যাত্রী ছাউনি ভেঙে ঘুরিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার কোনো নিয়ম নেই। ওখানে হাত দেওয়ারই কোনো সুযোগ নেই। ইউএনও স্যার এমন অনুমতি দিতে পারেন তা বিশ্বাসযোগ্য নয়।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।