" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীর মির্জাগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ গ্রেফতার।


আমাদেরবরিশাল.কম

৫ October ২০২৫ Sunday ১:১২:১৬ AM

পটুয়াখালী প্রতিনিধি:

র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮ সদর ব্যাটালিয়ন এর একটি যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ ও তার নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন “বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুস” দোকানের সামনে থেকে নিয়াজ মোর্শেদকে আটক করা হয়। গ্রেফতারকৃত নিয়াজ মোর্শেদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে আবুল বাশার ওরফে আবু বেপারী নামে এক ব্যবসায়ীর ছেলে আব্দুল্লাহ আল আবিদ, যিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের ছাত্র, তার পিতার দোকানে বসে থাকাকালে নিয়াজ মোর্শেদ ও তার সহযোগীরা দোকানে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবিদ টাকা দিতে অস্বীকার করলে, ২৭ সেপ্টেম্বর বিকেলে তারা তার বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এসময় তারা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং সোকেজের ড্রয়ার ভেঙে ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা আহনারা বেগম (৬০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, নিয়াজ মোর্শেদ একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।