" />
AmaderBarisal.com Logo

বরিশালে মধ্যরাতে লঞ্চে নারীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন পুলিশ! অতঃপর..


আমাদেরবরিশাল.কম

৬ October ২০২৫ Monday ১০:৪৪:০১ PM

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী পূবালী-১ লঞ্চের যাত্রী ছিলেন ফাতেমা বেগম (৩৮)। কয়েকদিন আগে তার টনসিল অপারেশন হয়েছিল। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লঞ্চটি বরিশালের কাছাকাছি পৌঁছালে অপারেশনের স্থানে হঠাৎ প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

বিষয়টি বুঝতে পেরে এক সহযাত্রী দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সানাউল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে বরিশাল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হিজলা থানায় যোগাযোগ করে জরুরি উদ্ধারের ব্যবস্থা নেন। উদ্ধার তৎপরতার সার্বিক সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপ্যাচার এসআই আব্দুল বারী।

খবর পেয়ে হিজলা থানার একটি উদ্ধারকারী দল দ্রুত হিজলা লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ নারীকে নামিয়ে স্থানীয় হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পরে হিজলা থানার অনুরোধে স্বাস্থ্যকেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স রোগীকে বরিশালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হিজলা থানার এসআই রফিকুল ইসলাম, যিনি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন, বিষয়টি ৯৯৯ কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।