![]() কাঁঠালিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
৭ October ২০২৫ Tuesday ৫:৫১:৩২ PM
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী মো.সুমন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (৬ অক্টোবর) দিনগত রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রিজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে। মামলার বরাত দিয়ে থানার ওসি মংচেনলা জানান, আট বছর আগে উপজেলার পূর্ব ছিটকি গ্রামের এনছাপ আলীর ছেলে সুমন ফকিরের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় পাশ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লাখ টাকা পরিশোধ করে সাথীর পরিবার। পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে, তা দিতে অস্বীকৃতি জানায় সাথী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। আহত সাথী আক্তারকে পাশের পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার বাবা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়িতে আসে। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে সাথী আক্তার মারা যায়। এ ঘটনায় সাথী আক্তারের বাবা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার বাবা-মাসহ পরিবারের পাঁচ জনকে আসামি করে গত সোমবার (৬ অক্টোবর) থানায় একটি মামলা করেন। ওসি মংচেনলা আরও জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||