![]() কাউখালীতে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৮ October ২০২৫ Wednesday ১২:০২:৪৬ AM
![]() কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ শিহাব হোসেন সিয়ামকে(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিহাব হোসেন সিয়াম উপজেলার রঘুনাথপুর গ্রামের সালাম সেখের ছেলে। সোমবার (৬অক্টোবর ) রাতে কাউখালী বাসস্ট্যান্ড রোডের মাস্টার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ![]() পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কাউখালী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী সিএন্ডবি রোডে মাস্টার বাড়ির সামনে মাদক কেনাবেচার সময় পুলিশ দেখে পালিয়ে যাবার সময় সিয়াম নামে এক মাদক ব্যবসায়ীকে কাউখালী থানার পুলিশ আধা কেজি গাঁজাসহ আটক করে যার বাজার মুল্য ২৫ হাজার টাকা তার সহযোগী রবিউল হাসান ইমন এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিহাব হোসেন সিয়ামের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||