" />
AmaderBarisal.com Logo

আমতলীতে আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৫ Wednesday ১১:৪৬:১৫ AM

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই পৃথক মামলা করা হয়েছে। রোববার ও সোমবার রাতের দুই দিনের দুটি মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানসহ ৩শ ৪১ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত বছর ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রোববার রাতে রাহাত প্যাদা ৬৫ জন আসামির নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাসেল বাদী হয়ে একই ঘটনায় মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় মামলা করেন। এ মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।