![]() গৌরনদীতে স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ৮ দোকান খালি
৮ October ২০২৫ Wednesday ৩:৪৬:৫৩ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে নদীপথে স্পিডবোটে এসে একদল সশস্ত্র ডাকাত বাজারের পাহারাদারদের বেঁধে আটটি দোকানে ডাকাতি চালিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (৮ অক্টোবর) সকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে নদীপথে স্পিডবোটে এসে বাজারে হানা দেয়। বাজারে ঢুকেই তারা পাহারাদার পলাশ ও আয়নাল হককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, রাতেই এবং সকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||