" />
AmaderBarisal.com Logo

একদিকে অভিযানের ট্রলার, অন্যপাশে ‘ধুমধামে’ ইলিশ শিকার


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৫ Wednesday ৩:৫৩:৪৮ PM

নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে ধুমধামে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাজবাড়ী ও সেহাংগল এলাকাসহ নদীর একাধিক পয়েন্টে মৌসুমি জেলেরা নির্বিঘ্নে বড় ও মাঝারি আকারের ইলিশ শিকার করেন। 

স্থানীয়দের অভিযোগ, অন্য উপজেলার মতো নেছারাবাদে এবার তেমন প্রচার-প্রচারণা হয়নি। বরং একদিকে অভিযানের ট্রলার নামছে, অন্যদিকে নদীর অন্যপ্রান্তে চলছে ইলিশ ধরার উৎসব। এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ দাবি করছে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লোকবল সংকটের কারণে শতভাগ অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। নৌপুলিশও দাবি করছে, অভিযানের সময় নদীতে কোনো জেলে বা জাল পাওয়া যায়নি। তবে এদিন বানারীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি জাল উদ্ধার করা হয় এবং জালে ধরা পড়া ইলিশ অভিযানে যাওয়া ট্রলারের চালক নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

রাজবাড়ী, সেহাংগল ও অলংকারকাঠি এলাকার কয়েকজন জেলে জানান, মৎস্য অফিসের অভিযানের খবর আগে থেকেই নদীপাড়ে ছড়িয়ে পড়ে। তাই প্রশাসনের উপস্থিতিতে নদী ফাঁকা থাকে, পরে আবার জেলেরা নামেন। এ অবস্থায় মা ইলিশ রক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, মঙ্গলবার বিকেলে বানারীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি জাল উদ্ধার করেছি। দু-তিনটি ইলিশ পাওয়া গেছে, যা ট্রলার চালক নিয়ে গেছে। লোকবল সংকটের কারণে শতভাগ অভিযান সফল করা সম্ভব হচ্ছে না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।