![]() বাকেরগঞ্জ থেকে চুরি হওয়া ৭৫ বস্তা ডাল মিললো কালাইয়া, ট্রলারসহ ৩জন গ্রেপ্তার
৮ October ২০২৫ Wednesday ৯:১৪:১০ PM
![]() বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-বরিশালের বাকেরগঞ্জ থেকে চুরি হওয়া ৭৫ বস্তা ডাল ও ৪ বস্তা তিলসহ একটি ট্রলার পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে মঙ্গলবার কালাইয়া বাজার থেকে আটক করা হয়। বুধবার (৮ অক্টোবর) আটককৃতদের মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল বারেক প্যাদার পুত্র নিজাম প্যাদা (৩৫), মালেক প্যাদার পুত্র মোঃ রাসেল প্যাদা (২৭) ও ক্ষুদ্রকাঠী গ্রামের আনোয়ার হাওলাদারের পুত্র মোঃ পিন্টু হাওলাদার (২৫)। এ ঘটনায় ব্যবসয়াী দেবাশীষ কুন্ড বাদি হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। চুরির সাথে জড়িত টলার চালকসহ ৩জন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে চুরির ঘটনার সাথে জড়িত মাস্টারমাইন্ড সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হাওলাদারর ভাইপো নাসিম হাওলাদার ওরফে কাওসার। তিনি মরহুম নাসির হাওলাদারের ছেলে। ![]() মামলা সূত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত বাসুদেব কুণ্ডের পুত্র দেবাশীষ কুন্ড কলসকাঠী বাজারে ভুষা মালের ব্যবসা এবং গোডাউনে মালামাল মজুদ করেন। গত ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় তিনি তার ভুষা মালের গোডাউন দেখাশুনা করিয়া তালাবদ্ধ করে নিজ বাড়ীয়া চলিয়া যায়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার সময় তিনি তার গোডাউনের দরজা খুলিয়া মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখেন। চোরারা তার গোডাউনে রক্ষিত খেসাড়ি ডাল ৭০ বস্তা ১০৫ মন, মুগ ডাল ৫ বস্তা ২০ সের এবং তিল ৪ বস্তা ৭ মন প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ২ শত ৫০ টাকার মালামাল ট্রলারে পরিবহন করে চুরি করিয়া নিয়া যায়। দেবাশীষ কুণ্ড সাংবাদিকদের জানান, চুরির এক সপ্তাহ পর ৭ অক্টোবর সকালে তার মামা শ্বশুর পটুয়াখালী জেলার বাউলের কালাইয়া গ্রামের খোকন চন্দ্র কুন্ডের মাধ্যমে চুরি হওয়া মালামালের সন্ধান ও আসামীদের অবস্থান জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে চোরাই মালামাল ও ট্রলারসহ ৩ জনকে আটক করে। তিনি আরো জানান, চুরির এ ঘটনার সাথে এলাকার রাঘব বোয়ালরা জড়িত। পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে তিনি চোরদের মাস্টারমাইন্ডসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||