![]() সংস্কারের অভাব আর অবহেলায় বেহাল নাজিরপুর স্টেডিয়াম
১০ October ২০২৫ Friday ৯:০৬:৪১ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() দীর্ঘদিন সংস্কার না করায় এবং অযত্ন অবহেলায় বেহাল দশা নাজিরপুর মিনি স্টেডিয়ামের। উপজেলার ক্রীড়াঙ্গন চলছে ধুকে ধুকে। সংস্কারের অভাবে স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, মাত্র ৫০ মিটারের মতো থাকা গ্যালারিতে ফাঁটল, বসার বেঞ্চগুলো ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ১৯৮৩ সালে একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়। এই স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে কোনো ধরনের উন্নয়ন বা সংস্কার বাবদ প্রকল্প গ্রহণ কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ পাওয়া যায়নি। অতঃপর ২০১২ সালে মিনি স্টেডিয়াম নামকরণ করে একটি দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবন, একটি শৌচাগর ও স্টেডিয়ামের চারপাশে বসার জন্য কয়েকটি বেঞ্চ স্থাপন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্প্রতি সরেজমিন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, সদর রোডের পাশেই দক্ষিণ দিকে তাকালেই নজরে পড়বে কয়েক একর জমির ওপর সুবিশাল মাঠ। দেখে বোঝার উপায় নেই যে, এটি আসলে একটি স্টেডিয়াম! নেই কোনো সাইনবোর্ড। মিনি স্টেডিয়াম দীর্ঘদিন থেকে সংস্কার ও অবহেলায় গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার ভবন থাকলেও নেই কোনো কার্যক্রম। জাতীয় ক্রীড়া পরিষদ ২০১২ সালে ভবন দু’টি নির্মাণ করলেও এখন তা জরাজীর্ণ ও অরক্ষিত। ভবনের চারপাশ ও ভেতরে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার স্তুপ। শ্যাওলা পড়েছে, ফটল ধরেছে, ভবনের ভেতরের পরিবেশ দেখলে মনে হয় কয়েক বছর ধরে পরিত্যক্ত। অরক্ষিত শৌচাগার ব্যবহার করছেন পথচারী। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ভবন দু’টি, গ্যালারি, মাঠ দ্রুত সংস্কার করে উপজেলা ক্রীড়া সংস্থা সচল করে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করা হোক। স্টেডিয়ামের খেলোয়াড়রা বলেন, স্টেডিয়াম দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাঠের ঘাস অনেক বড় হয়ে গেছে যার জন্য খেলাধুলা করতে আমাদের অনেক সমস্যা হয়। ড্রেনেজ ব্যবস্থা নেই যার জন্য পানি জমে থাকে এবং সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাঠে খেলতে আসা খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্টেডিয়ামের অবকাঠামো এবং মাঠের অবস্থা নাজুক। মিনি স্টেডিয়ামটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বিধায় দিন দিন এটা মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পরে স্থানীয় আনসার ভিডিপি অফিসের পেছনে, স্টেডিয়ামের আশপাশে, বেড়িবাঁধের রাস্তায় আনাগোনা বাড়ে তাদের। এই তিন স্থানে দিন দুপুরে স্কুল-কলেজ পড়য়া তরুণ-তরুণীদের বেহায়াপনা দেখা মিলে। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দাবি জানান তারা। সচেতন মহল বলছেন, নাজিরপুরে একটি মাত্রই স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামের বর্তমান যে পরিস্থিতি খেলাধুলার মতন পরিবেশ নেই। বড় বড় ঘাস, কাদা ও গর্তের সৃষ্টি হয়েছে। বাচ্চারা এসে যে খেলবে কিংবা কোনো খেলার আয়োজন হবে সেই পরিস্থিতি নেই। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিলে স্টেডিয়ামটি আবার প্রাণ ফিরে পাবে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা জানান, মিনি স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ গ্যালারি, ড্রেসিং রুম, শৌচাগার, মাঠ সংস্কার করার জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠনো হয়েছে। এ উপজেলায় একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণেরও প্রস্তাব পাঠিয়েছি। আশা করি দ্রুতই বাস্তবায়ন হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

