" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনার ২৩ দিনেও গ্রফতার হয়নি কেউ


আমাদেরবরিশাল.কম

১১ October ২০২৫ Saturday ৪:২৮:২৪ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় নৃশংসভাবে কুপিয়ে এক আইনজীবীকে হত্যা চেষ্টা ঘটনার ২৩দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত সন্ত্রাসীরা। এতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীরা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। আইনজীবী নেতৃবৃন্দ বলছেন অজ্ঞাত কারনে অভিযুক্তদের গ্রেফতার করছেনা পুলিশ। তাই আসামীদের গ্রেফতার দাবীতে আইনজীবী সমিতি থেকে কর্মসূচী আসতে পারে বলে জানিয়েছেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। আর পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, জমি-জায়গা ও মাছের ঘের নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা আইনজীবী আনোয়ারকে হত্যা চেষ্টায় উপর্যুপুরি কুপিয়ে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় মামলা নিতেও গড়িমসি করে পুলিশ। অত:পর আইনজীবী সমিতির কঠোর অবস্থানে নৃশংশ এ ঘটনার ৫দিন পর মামলা রেকর্ড করে মহিপুর থানা পুলিশ।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িতদের পার পাওয়ায় কোন সুযোগ নেই। অবশ্যই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

আলোচিত এ ঘটনার প্রায় এক মাসেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় পুলিশের নিস্ক্রিয়তা দায়ী বলে আমরা মনে করছি।’অ্যাডভোকেট খন্দকার নাসির আরও বলেন, ‘পুলিশ এ ঘটনায় যদি একজন আসামীকেও গ্রেফতার না করে তবে আইনজীবী সমিতি খেকে কর্মসূচী আসতে পারে।’ মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে। আসামীদের গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে।মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন।

আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে একটু সময় লাগছে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমির সরকার বলেন, আসামিদের গ্রেফতারের জন্য ওসি মহিপুরকে বলা হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের অবশ্যই গ্রেফতার করা হবে।

প্রসংগত, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা জিরো পয়েন্টের পষ্চিম পাশে আইনজীবী আনোয়ারকে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও লোহার রড-হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম চোখ, কপোল সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর কাটা জখম হয়। ঘটনার পর পর আইনজীবী আনোয়ারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে আনোয়ার কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।