" />
AmaderBarisal.com Logo

হাইকোর্ট বিভাগের সহকারী অ্যাটর্নি  জেনারেল আরিফের মায়ের ইন্তেকাল, সর্বত্র শোকের ছায়া


আমাদেরবরিশাল.কম

১১ October ২০২৫ Saturday ৪:৪১:৫৬ PM

ঝালকাঠি প্রতিনিধি:

হাইকোর্ট বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বেতাগী উপজেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের শ্রদ্ধেয় মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের সময় তিনি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদে কাঁঠালিয়া ও বেতাগী উপজেলা এবং আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া।

আজ শনিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া  মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে তাঁকে তার স্বামী আলহাজ্ব আব্দুর রব মাস্টারের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মরহুমা মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।