![]() ঝালকাঠিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল
১২ October ২০২৫ Sunday ২:৫১:২৮ PM
অমিত বনিক অপু,ঝালকাঠি প্রতিনিধি: ![]() সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর উপরে গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে জামায়াত ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে প্রেস ক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক আশরাফুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ফরিদুল হক, ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম প্রমুখ। জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “যে আশা আকাঙ্খা নিয়ে এ দেশে জুলাই বিল্পব হয়েছে তার বাস্তবায়ন কিছু হচ্ছে না। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হোক। শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে হোক।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

