" />
AmaderBarisal.com Logo

শিক্ষকের আর্তনাদ!   


আমাদেরবরিশাল.কম

১৩ October ২০২৫ Monday ১১:৩৬:০৪ AM

ফিরোজ ফরাজী

                                                                                          প্রাইমারি, হাইস্কুল, কলেজে মাদ্রাসা য় যোগদান করা নবীন শিক্ষককে ফরমাল ড্রেসআপ আর স্মার্টলি জয়েন করতে দেখি ।

তখন আমি ভাবি..

যদি আগামী ৩০ বছর তাদের এরকম ঝলমলে দেখতে পেতাম, এসি ডেকোরেশন ক্লাস দিতে পারতাম, ভাল স্যালারি, ট্রান্সপোর্ট সুবিধা, কোয়ার্টার সুবিধা, উচ্চ শিক্ষায় বিদেশ পাঠাতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম।

কিন্তু বাস্তবতা হলো, 

সিনিয়র টিচারদের সেন্ডেল গেঞ্জি পড়তে দেখে দেখে তারাও দুইদিন পর হারিয়ে যাবেন। টাকার অভাবে দুইদিনপর প্রাইভেট পড়াতে হবে, প্রাইভেট পড়াতে পড়াতে স্মার্টনেস যাবে, হার্টএটাক করবেন, নিজের স্টুডেন্টদের অনৈতিক সুবিধা দিতে ইচ্ছে করবে। কলিগদের চোগলখোরিতা আর পিছে লাগা দেখে চাকরিকে অসহ্য মনে হবে। শিক্ষক বলে বিয়ের বাজার আর সমাজে মূল্যহীন হতে হবে। 

ইয়েস, ইটস বাংলাদেশ, যেখানে শিক্ষক জাতির কারিগর।

কারিগরের যে অবস্থা, এই জাতিরও একই অবস্থা…

ড্রেসআপ ঠিক থাকে না শেষমেশ।  ঠিক থাকে না কথাবার্তার চমৎকার বাচনভঙ্গি ও শব্দ প্রয়োগ। শেষমেশ প্রাইভেট টিউশনি করতে করতে তারা হয়ে যান টিনএজদের ভাড়া করা শিক্ষা গুরু, হারিয়ে ফেলেন স্মার্টনেস। বাংলাদেশে এই দৃশ্য কমন, শিক্ষকতা মানে কেবল নুন আনা আর পান্তার বাটি খালি দেখা, আবার পান্তা আনা আর নুনের কৌটা খালি দেখার নাম।                                  এই দেশে কে আর নেবে 

মন খারাপের খোঁজ…

ভাঙ্গতে থাকো, গড়তে শেখো,

পাল্টে যাও রোজ ….             





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।