" />
AmaderBarisal.com Logo

বরিশাল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী লায়ন আকতার হোসেন সেন্টুর ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থণা


আমাদেরবরিশাল.কম

১৬ October ২০২৫ Thursday ১২:২৯:৩২ PM


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু নির্বাচনী এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে রাত-দিন একাকার করে তিনি উজিরপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, পৌর শহর থেকে প্রত্যন্ত জনপদে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করছি। এতে জনসাধারণের ব্যপক সাড়া পাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী-সমৃদ্ধশালী স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।