" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

২২ October ২০২৫ Wednesday ৪:৪৩:২৩ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

“মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো-”এমন নানা স্লোগানে ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা।

২২ অক্টোবর বুধবার সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় ডাইনের নদীতে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।  আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির এ ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন।

এই ভেলাবাইচে ০৬ টি দল ভেলা নিয়ে অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম হয়, ২য় হয় সুবোত হাওলাদারের ভেলা ও ৩য় স্থান লাভ করেন শুশিল ঘরামীর ভেলা দল।

ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু।  দর্শকেরা নৌকায় চড়ে, নদীর পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলা বাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের গ্রামের প্রতিযোগীরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।