![]() কাউখালীর শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে মতবিনিময় সভা কাউখালী প্রতিনিধি
২৩ October ২০২৫ Thursday ১১:২৭:৩২ PM
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এর ১৩৪তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর । বক্তারা বলেন, শ্রী গুরু সংঘে প্রতি বছর সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসব যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।” সভায় বক্তারা আশ্রম এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উৎসব এলাকায় নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে,পাচঁ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

