![]() চরফ্যাশনে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
২৪ October ২০২৫ Friday ১২:১৬:৪৩ PM
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি: ![]() বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে চরফ্যাশনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি। নেতাকর্মীরা উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কাসেমগঞ্জ, কুতুবগঞ্জ, দাশকান্দি, শশীভূষণ, চরকলমি, ভুতারখেয়া, মজিব নগর, চরকলমি,দলালবাজার, বাবুরহাট ও বেতুয়া বাজারসহ বিভিন্ন স্থানে দোকানপাট, জনবহুল এলাকা ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন। এ সময় আশরাফুর রহমান দিপু ফরাজি বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম আকতার মইন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা ওলামাদল নেতা সাবেক চেয়ারম্যান হাজী রফিক আছিলামী, শ্রমিকদল সভাপতি মীর আজাদ, উপজেলা ছাত্রদল সভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক জাহান, সাংবাদিক শাহাবুদ্দিন শিকদারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নেতৃবৃন্দ জানান, দুর্নীতি ও জনদুর্ভোগ থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী রোডম্যাপ। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

