" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০২৫ Friday ১২:৩২:২৩ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ার বহেরাতলা খাল থেকে নিখোঁজের দুদিন পর হৃদয় (১৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেছে।


নিহত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপরপ্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়কে ছাড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ গত দুদিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি। পরে বরিশালের র‌্যাবের কাছে সহযোগিতা চেয়েছেন। সন্ধ্যায় তার মরদেহ বস্তা ভর্তি অবস্থায় পাওয়া যায়। থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুদিন আগে অটোচালক হৃদয় নিখোঁজ হয় তার পরিবার এসে মরদেহ শনাক্ত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।