" />
AmaderBarisal.com Logo

বরিশালে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


আমাদেরবরিশাল.কম

২৬ October ২০২৫ Sunday ৪:৪৪:২২ PM

নগর প্রতিনিধি:

বরিশালে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে চারজনকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।