" />
AmaderBarisal.com Logo

এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার এজিএম সম্পন্ন, মহসিন প্রেসিডেন্ট ও কবির সেক্রেটারি


আমাদেরবরিশাল.কম

২৬ October ২০২৫ Sunday ৭:১৭:৫৬ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ১০৫ তম ক্লাব এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার এজিএম সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার প্রেসিডেন্ট এপে. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৫ এর গভর্নর এপে. হারুন অর রশিদ রিংকু। এজিএমে

২০২৬ সালের জন্য এপে. এ কে এম মহসিন উদ্দিন প্রেসিডেন্ট ও এপে. নাজমুল আহসান কবির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন৷ কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবদুল্লাহ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট এপে. সোহেলী সুলতানা, আইপিপি এন্ড এক্সপেনশন ডাইরেক্টর এপে. মোঃ নাসির উদ্দিন, ট্রেজারার এপে. ইসমাইল হোসেন হাওলাদার, সার্ভিস ডিরেক্টর এপে. শামীমা সুলতানা রোজী, মেম্বারশীপ এন্ড এট্টেন্ডেন্স ডাইরেক্টর এপে. নাসির উদ্দিন, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপে. মিজানুর রহমান, পাবলিক স্পোকিং ডিবেটিং ডাইরেক্টর এপে. ডা. চৌধুরী ফাতিমা কবির, সারজেন্ট এন্ড আর্মস্ এপে. সুমি আক্তার৷



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।