" />
AmaderBarisal.com Logo

গুলশানে ডাক পেলেন বাকেরগঞ্জের দুই নেতা


আমাদেরবরিশাল.কম

২৬ October ২০২৫ Sunday ৯:০৯:৪১ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ নেতা ডাক পেলেন গুলশানে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে ডাক পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

গুলশানে ডাক পাওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, আমাদের আগামীকাল সোমবার বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চুরান্ত।

তিনি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করবেন বলেও জানান। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। প্রতিটি আসনেই সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন ৪-৫ জন করে প্রার্থী রয়েছে।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।