" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী


আমাদেরবরিশাল.কম

২৬ October ২০২৫ Sunday ১০:৪৪:৫৬ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বাবুগঞ্জে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩০ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৫ টি হাফিজিয়া ও কওমী মাদ্রাসার ১৫০ জন প্রতিযোগীর অংশ গ্রহনে ওই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুরআন প্রতিযোগিতায় ৩১ জন বিজয়ী কে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

রোববার দিনব্যাপী লাফদী হিফজুল কোরআন কওমী মাদ্রাসার হলরুমে ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় হিফজুল উপজেলা পর্যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ( এ বি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনে বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বিভাগীয় ক‌ওমী মাদ্রাসার ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাফফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বরিশাল জেলার উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ নেসারী, হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইনি প্রমুখ



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।