" />
AmaderBarisal.com Logo

নবী ও তাঁর পরিবারের নিয়ে কটূক্তি ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ ও স্মারকলিপি


আমাদেরবরিশাল.কম

২৭ October ২০২৫ Monday ২:২৫:৪৪ PM

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধিঃ

কুরআন অবমাননা  মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তালেবাঁয়ে মুছলিহীন।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঝালকাঠিতে দুই ব্যক্তি মহানবী (সা.) ও তাঁর পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মবিরোধী কর্মকান্ড চলছে বলেও দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন, বাংলাদেশ তালেবাঁয়ে মুছলিহীনের কেন্দ্রীয় সংগঠক মাসায়েদুল ইসলাম, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। তারা বলেন, ঝালকাঠির ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি দেশব্যাপী ইসকনসহ অনুরূপ উগ্র সংগঠন নিষিদ্ধের দাবি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।