" />
AmaderBarisal.com Logo

মামলা দায়েরের প্রতিবাদে গৌরনদীতে ছাত্রদলের বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

২৭ October ২০২৫ Monday ৫:১২:১০ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল জেলা, গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ বিক্ষোভ করে তারা।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটের সামনে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, `তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তি আক্র‍োশ মেটাতে নির্যাতিত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা সম্ভব নয়। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।’

গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ-সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তারেক আহসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সহ-সভাপতি আলী আকবর, রাজীব সরদার। এছাড়াও পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতারা এতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর গৌরনদী মহিলাদল নেত্রী তাসলিমা পারভীনের স্বামী শাহ আলম খান মারামারির অভিযোগ এনে বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান খান, গৌরনদী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, গৌরনদী বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ ও সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদারের নামে একটি মামলা দায়ের করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।