![]() দশমিনায় অটোরিকশার ধাক্কায় প্রান হারালো প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মাইমুনা
২৭ October ২০২৫ Monday ৮:৪০:৫৭ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দূর্ঘটনায় মাইমুনা (৬) বছরের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৭৩ নং উত্তর-পশ্চিম গোছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইমুনা ৬ নং বাঁশবাড়ি ইউনিয়নের মুন্সি বাড়ির লুৎফর মুন্সির ছোট মেয়ে এবং ৭৩ নং উত্তর-পশ্চিম গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার মাইমুনা সকালেই বিদ্যালয়ে আসে। স্কুল ছুটির পর দক্ষিণ পাশে একটি দোকান থেকে খাবার কিনতে যাওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশার ধাক্কায় সড়কে পরে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস মৃত্যু ঘোষনা করেন। দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান জানান, গুরুতর অবস্থায় একটি শিশুকে নিয়ে আসা হয়। শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।শিশুটির মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়। দশমিনা থানা পুলিশ আসলে তাদের সকল তথ্য দেওয়া হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে পুলিশ পৌছানোর আগেই মৃতদেহটি স্বজনরা বাড়ি নিয়ে যায়। আমরা এখন ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি তাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান প্রতক্ষদর্শী ঘটনা স্থলে যাহারা ছিলো তারা ঐ অটোরিকশার পরিচয় দিতে পারেনি। ঐ অটোরিকশা সনাক্তকরনের জন্য অভিযান চলমান আছে। পরিবারে পক্ষথেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

