![]() পুলিশ একাডেমি থেকে পালালেন বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানুল্লাহ
৩১ October ২০২৫ Friday ৭:২৪:৩১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ মিলছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই রাজশাহীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে সেদিন সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। তিনি তখন একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

