![]() শাপলা কলি নিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
২ November ২০২৫ Sunday ৪:৪১:২২ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও প্রতীকের জন্য আবেদন করেছে। এবার তারা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ এবং ‘শাপলা কলি’— এই তিনটি প্রতীকের মধ্যে একটি বরাদ্দ চেয়েছে। রবিবার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের আবেদন জমা দেয়। এসময় পাটওয়ারী বলেন, ইসি ধীরগতিতে এগোলেও একধাপ অগ্রগতি হয়েছে। কমিশন ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, আবেদনপত্রে তিনটি প্রতীকের অপশন রাখা হয়েছে— ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘শাপলা কলি’। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

