" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম


আমাদেরবরিশাল.কম

৬ November ২০২৫ Thursday ১১:৫২:৪৯ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

আজ ৬ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সভা করেন। এ সময় উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন শিক্ষা একটি জাতির উন্নতির জন্য মেরুদণ্ডের মতো অপরিহার্য। যেমন মেরুদণ্ড ছাড়া মানুষ দাঁড়াতে বা সচল থাকতে পারে না, তেমনি সু-শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত ও অগ্রগামী হতে পারে না। এটি জাতিকে সঠিক পথ দেখায়, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং একটি জাতির অগ্রগতি ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে তাই দরকার সুশিক্ষায় শিক্ষিত হওয়া।

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষ করে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ, রাশেদ খান মেনন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, খানপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমাতুল্লাহ মাতুব্বর, সাধারণ সম্পাদক শামসুল হক, সহসভাপতি আব্দুস সালাম মাস্টার,মাওঃ মিজানুর রহমান, সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী শ্রমিক আন্দোলন বাবুগঞ্জ উপজেলার সভাপতি রেজাউল করিম, সহসভাপতি মোঃ বেল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন সভাপতি মাওঃ মজিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।