" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে পাণ্ডব নদীর ভাঙন ভয়াবহ: তলিয়ে যাচ্ছে গ্রাম


আমাদেরবরিশাল.কম

৭ November ২০২৫ Friday ১২:০২:২৯ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে পাণ্ডব নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই নদীতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ,মসজিদ, মাদ্রাসা, স্কুল হাটবাজার এমনকি কবরস্থান হুমকিতে রয়েছে সহস্রাধিক পরিবার।

স্থানীয়রা বলছেন, টেকসই বেড়িবাঁধ বা জিও ব্যাগ না থাকায় প্রতিবছরই ভাঙনের শিকার হতে হচ্ছে তাদের। ইতোমধ্যে নদীতে দুটি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। আরও সহস্রাধিক ঘরবাড়িগুলো রয়েছে সরাসরি হুমকির মুখে।

তাদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সহস্রাধিক পরিবার গৃহহীন হয়ে পড়বে। এমনকি দুটি ঐতিহ্যবাহী গ্রাম মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে।

লক্ষীপাশা গ্রামের কবির হাওলাদার জানান, লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, বাজার কয়েক একর জমিসহ শতাধিক বাড়িঘর ইতোমধ্যে নদীতে গেছে। আতঙ্কে দিন কাটছে, যে কোনো সময় এলাকার আরও বাড়িঘর তলিয়ে যাবে নদীতে।

কবাই বাজারের মাসুদ গাজী বলেন, কবাই বাজারটি খুব বড় ছিল। প্রতি সপ্তাহে এ বাজারে দুই দিন হাট মিলত, নদীভাঙনের কবলে পড়ে এখন ছোট হয়ে গেছে বাজারটি। এ ছাড়া ফসলি জমিসহ অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এখনই ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার জানান, নদী ভাঙনের বিষয়ে উপজেলার মাসিক মিটিংয়ে আলোচনা করেছি। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডকেও অবগত করা হয়েছে। তারা আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পাণ্ডব নদীর ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।