![]() বিয়ের ফাঁদে ফেলে অর্থ আদায়ই সানজিদার ‘পেশা’
৮ November ২০২৫ Saturday ৮:২৬:৫৫ PM
নিজস্ব প্রতিবেদক: ![]()
সুন্দরী রমনী সানজিদা ইসলামের পেশা ও নেশাই হলো বিয়ে নাটক করে অর্থ আত্মসাৎ। আর তার অর্থলোভী মানসিকতার জন্যই প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়। পরবর্তীতে কুমারী সেজে আবারো বিয়ে নাটকে ফাঁসান বর্তমান স্বামী আবু রায়হানকে। এখন তিনি আবু রায়হানের থেকে অর্থ আত্মসাতে নানা রকমের ফন্দি এঁটে চলেছেন। এ ঘটনায় নাঈম খান বলেন, এসব মেয়ের শাস্তি হওয়া উচিত। আর কোন পুরুষকে যেন এরা বলিরপাঠা বানাতে না পারে। এরপর গত ২০২৪ সালের ১২ মার্চ নলছিটির উত্তর জুরকাঠী এলাকার বাসিন্দা আঃ রাজ্জাকের ছেলে আবু রায়হানের সাথে আগের বিয়ের তথ্য গোপন করে নিজেকে কুমারী দেখিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই স্বামী আবু রায়হানের থেকে বিভিন্ন অজুহাতে অর্থ নিতে থাকেন। একপর্যায়ে তার অর্থ আত্মসাতের বিষয়টি রায়হান বুঝতে পারেন। কিছুদিন পূর্বে সানজিদা হঠাৎই তার বাবার ব্যবসায় টাকা লাগবে বলে আবু রায়হানের কাছে ৪ লাখ টাকা চান। আবু রায়হান সানজিদার প্রতারণার বিষয় বুঝতে পেরে টাকা দেয়া থেকে বিরত থাকেন। আর এ থেকেই তাদের পরিবারে কলহের সৃষ্টি হয়। সানজিদা এবার রায়হানকে ডিভোর্স দিয়েও তার থেকে কাবিন ও খোরপোষের টাকা হাতিয়ে নেয়ার কৌশল খুঁজছেন। সানজিদার বর্তমান স্বামী আবু রায়হান বলেন, সানজিদা প্রতরণার আশ্রয় নিয়ে কুমারী সেজে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে টাকা নেন। পরবর্তীতে তার কৌশল বুঝে টাকা দেয়া কমালে সানজিদা আমার উপরে বিভিন্নভাবে মানসিক অত্যাচার শুরু করেন। এমনকি তার চাহিদানুযায়ী টাকা না দিলে আমার সন্তান ফেলে চলে যাবারো হুঙ্কার দেয়। একমাত্র সন্তানের দিকে তাকিয়ে আমি সংসার টিকিয়ে রাখতে চাইলেও সানজিদা পুরাই তার উল্টো। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

