![]() বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রুমন গ্রেফতার
৯ November ২০২৫ Sunday ৩:১৪:৪৫ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বাংলাদেশ ছাত্রলীগ বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই পুলিশ রুমানের বাসায় উপস্থিত হয়ে তাঁকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ ও স্থানীয় রাজনৈতিক মহল এ ঘটনাকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে রুমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। একাধিক নেতৃবৃন্দ বলেন, মনির হোসেন রুমান বাবুগঞ্জে ছাত্র রাজনীতিতে এক নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর গ্রেফতার উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

