" />
AmaderBarisal.com Logo

প্রবাসে ফিরে যাওয়া হলোনা রাজীবের


আমাদেরবরিশাল.কম

৯ November ২০২৫ Sunday ৩:৪০:১১ PM

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

মাত্র তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)। 

আর ৯দিন পর আগামী ১৮ নভেম্বর তার ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো।

ভাগ্যের নির্মম পরিহাসে তার আর প্রবাসে যাওয়া হলোনা। রবিবার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরন করেছেন রাজীব।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শখের বসে মাছ ধরার জন্য রবিবার সকালে মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। 

এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুত্বর আহত হন। 

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন। 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।