![]() কলেজে ভাঙচুর চালান জেলা ছাত্রদল নেতা, বহিষ্কার
১৫ November ২০২৫ Saturday ১২:১৪:১১ AM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। এ ঘটনায় ছাত্রদলের এ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের অধ্যক্ষ পান্না লালা রায়। এ সময়ে সেই ভাঙচুরের ভিডিও ধারন করেছে যুবকের সাথে থাকা অন্যরা। বৃহস্পতিবার বিকেল থেকে ভাংচুরের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে কি উদ্দেশ্যে কলেজে এ হামলা ও ভাঙচুরের ঘটনা তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, কলেজে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কলেজের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে ক্যাপ পড়া ও মুখ ঢাকা এক যুবক ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তার সাথে থাকা কেউ একজন ভাঙচুরের ভিডিও করে। এরপর বৃহস্পতিবার বিকেল থেকে কলেজে ভাঙচুরের সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুরের এ ভিডিও ছড়িয়ে পরলে ফেসবুকে প্রতিবাদে শুরু হয়। শুক্রবার যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পরে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে দল নেতা বহিষ্কার করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

