" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ ভ্রাম্যমান ভূমি সেবা


আমাদেরবরিশাল.কম

১৫ November ২০২৫ Saturday ৭:১৯:২৮ PM

কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সাড়া জাগিয়েছে এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগ ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রম। কাঙ্খিত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্খিত সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই বেঁচে গেছে।
জানা গেছে, ভূমি মালিকদের দোড়দোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ‘সেবা গ্রাহীতার দরজায় এসিল্যান্ড’ এ স্লোগানকে সামনে রেখে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের চৌ-রাস্তা এলাকায় শনিবার(১৫নভেম্বর) ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রম চালু করেছে উপজেলা ভূমি অফিস।
সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ব্যতিক্রমী ভূমি সেবা ভোগীদের দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
উপজেলা ৫ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সপ্তাহে ১ দিন পুরো অফিস নিয়ে হাজির থাকেন এই এসিল্যান্ড। ব্যতিক্রমী উদ্যোগের ফলে খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেয়াসহ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেয়া সম্ভব হচ্ছে।
ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি এরই মধ্যে প্রান্তিক পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ভূমি অফিস ও সেবা নিয়ে স্থানীয় সেবাগ্রহীতা মোঃ বশির বিশ্বাস বলেন, ‘আগে আমরা যে কোনো সেবার জন্য অফিসে গিয়ে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে এসেছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।