" />
AmaderBarisal.com Logo

বাংলাদেশ কী ভাবে চলবে তা স্থির করবে আগামী দিনের সংসদ সদস্যরা: মেজর হাফিজ


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০২৫ Sunday ৮:৪৮:৪৬ PM

তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আগামী সুষ্ঠু নির্বাচনে যে জাতীয় সংসদ নির্বাচিত হবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। কিভাবে আগামী দিনের বাংলাদেশ চলবে তা স্থির করবে আগামী দিনের সংসদ সদস্যরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ শেখ হাসিনার বিচার চায় উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ খুন করার জন্য, বহু মানুষকে গুম করার জন্য, মানি লন্ডারিংসহ যাবতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকায় শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দিবে এটাই জনগণ চায়।

গণভোটের বিষয় অন্তর্বতীকালীন সরকারের ঘোষণাকে সঠিক উল্লেখ করে তিনি আরও বলেন, অধিকাংশ দল ও সাধারণ জনগণ মনে করেন গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় অপচয় হবে। তাই একই দিনে নির্বাচন ও গণভোট হলে দেশের অনেক সাশ্রয় হবে। কারণ এ মুহুর্তে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না।

মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ভোলা -৩ ( তজুমদ্দিন- লালমোহন) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণার পর রোববার তিনি তজুমদ্দিনে আসেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় গণসংবর্ধনার। বিকেলে তজুমদ্দিন উপজেলার প্রবেশদ্বার থেকে হাজার হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়।

তজুমদ্দিন বাজারের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ দলীয় নেতারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।