![]() বরিশালে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
১৭ November ২০২৫ Monday ১:৫৪:০৫ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ভাঙচুরের পর থেকে বন্ধ রাখা হয় এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ২৩টি রুটের যাত্রী পরিবহণ। বাস মালিকরা বলছেন, রাস্তায় নামানোর মতো একটি বাসও অক্ষত না থাকায় বাস চালাতে পারছেন না তারা। গত শনিবার হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিএম কলেজের কয়েকশত ছাত্র টার্মিনালে ঢুকে দেড়শ’র বেশি বাস ভাঙচুর করে। এ সময় টার্মিনাল ভবন এবং কাউন্টারগুলোও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর রোববার সকাল থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল। সোমবার সকালে বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের চরম ভোগান্তি। বিভিন্ন রুটে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীদের অনেকেই ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বিকল্প উপায়ে থ্রি হুইলার কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রায় সবগুলো বাস ভাঙচুর করা হয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ পাওয়ার পর বাস মেরামত করে তবেই রাস্তায় নামানো যাবে। তার আগ পর্যন্ত বাস চালানো সম্ভব হবেনা। উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ থাকলেও বরিশাল ঢাকাসহ দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

