" />
AmaderBarisal.com Logo

এক ইলিশের দাম ১২ হাজার টাকা


আমাদেরবরিশাল.কম

১৯ November ২০২৫ Wednesday ৭:০১:১৭ PM

তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীর পায়রা নদীতে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলী উপজেলার নকরী জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলী মৎস্য বন্দরে নিয়ে গেলে ৯ হাজার ৫০০ টাকায় মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার মাছটি ক্রয় করে। পরে মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তালতলী মাছ বাজারের ব্যবসায়ী মো. আল-আমীন জানান, দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি খোলা ডাকে তিনি ১০ হাজার টাকায় আড়ৎ থেকে কিনে নেন।


এ মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠনো হয়েছে বলে জানান ব্যবসায়ী মো. আল-আমীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।